সকল মেনু

এবার কাবুলে বিস্ফোরণে নিহত ২০

হটনিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভে নিহত ব্যক্তির দাফনের সময় তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার এই হামলা হয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

কাবুলের সারাই শামালি এলাকায় টাপা মার্শাল ফাহিম গোরস্তানে জানাজা চলছিল শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী আফগান সিনেটর মোহাম্মদ আলম ইজদিয়ারের ছেলের। সেই সময়ে প্রাণঘাতী তিনটি বোমার বিস্ফোরণ হয়।

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে বুধবার কমপক্ষে ৯০ জন নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ এনে শুক্রবার বিক্ষোভ করেন শত শত নাগরিক। সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কমপক্ষে চারজন নিহত হন।

শনিবারের বিস্ফোরণের বিষয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ এক টুইটে বলেন, ‘কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা আমরা জানি না। প্রাথমিক প্রতিবেদনগুলোতে ১৫ জন লোক হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।’

আজকের জানাজায় অংশ নিয়েছিলেন আফগান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। পুরো শহরে তল্লাশি চলছিল সাঁজোয়া যানের। এর পরও তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top