সকল মেনু

সম্মেলনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন

হটনিউজ ডেস্ক : আগামী ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে উপস্থাপনের পর দিন আজ শুক্রবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া শুনে প্রশ্নের উত্তর দিচ্ছেন অর্থমন্ত্রী। মূলমঞ্চে অর্থমন্ত্রীর সাথে রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

মূল মঞ্চেই আরেকটি টেবিলে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, ইআরডি সচিব কাজী শফিকুল আজম এবং পরিকল্পনা বিভাগের সচিব মো. জিয়াউল ইসলাম উপস্থিত আছেন। চালের দাম বাড়ার ব্যাপারে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘চালের দাম বেড়েছে এটা কেউ অস্বীকার করবে না। হাওর এলাকায় দুর্যোগের প্রভাবে চালের দাম বেড়েছে। চাল আমাদের যথেষ্ট স্টক আছে। আরো স্টক করার চেষ্টা করা হবে। সেটি হলে এ দামটা কমে যাবে।’

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, ব্যাংকে যাদের এক লাখ টাকার উপরে ডিপোজিট রয়েছে তারা আমাদের দেশে যথেষ্ট সম্পদশালী। তাই তাদের ওপর আবগারী শুল্ক আরোপ করা হয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top