সকল মেনু

সাংগঠনিক সম্পাদক পদ থেকে ইউসুফের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: চৌদ্দগ্রাম প্রেক্লাবের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন দৈনিক ময়নামতি পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক এস এন ইউসুফ। জানা যায়, গত কয়েক দিন পূর্বে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক ময়নামতি পত্রিকার বার্তা সম্পাদক এস এন ইউসুফের নাম ঘোষনা করেন চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। ঘোষনার পর থেকে বিষয়টি কুমিল্লা ও চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানীয় সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ঘোষনার কয়েক দিনের মাঝে গত ২৫ মে এস এন ইউসুফ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে একটি পদত্যাগ পত্র প্রেরণ করে। পদত্যাগ পত্রে ইউসুফ উল্লেখ করেন, তার ব্যক্তিগত কারনে তিনি ওই পদটিতে দায়িত্ব পালন করতে পারবেন না। পরবর্তীতে পদত্যাগ পত্রটি চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাভাপতি আবুল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল রিপন গ্রহন করেন এবং ওই পদটি শূন্য ঘোষনা করেন। এ বিষয়ে এস এন ইউসুফের সাথে কথা বললে, সে জানান “আমি ব্যক্তিগত কারনে ওই পদে থাকতে পারছিনা তাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ পত্র প্রেরণ করি। আমার বিষয়টি আমলে নিয়ে চৌদ্দগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষ তা গ্রহন করে ওই পদটি শূন্য ঘোষনা করেন। তার পদত্যাগের পরথেখে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের ওই পদটি বর্তমানে শূন্য রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top