সকল মেনু

ঝিনাইদহে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত

 এস,আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাইদুল ইসলাম রানা (৩৭) ও আলিম উদ্দীন (৫০) নামে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কোটচাঁদপুর উপজেলার বামদাগলি নাগরতলা সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মাইদুল কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বকসিপুর গ্রামের ফকির চানের ছেলে ও আলিম উদ্দীন একই ইউনিয়নের বহরামপুর গ্রামের সুলাইমান হোসেনের ছেলে। নিহত মাইদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। এছাড়া আলিমের বিরুদ্ধে ১২টি হত্যাসহ ৩টি অস্ত্র মামলা রয়েছে। তারা দু’জনই পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির ক্যাডার বলে র‌্যাব জানিয়েছে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার মেজর মুনির আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কোটচাঁদপুর উপজেলার বামদাগলি নাগরতলা সড়কে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়ার পর র‌্যাবের একটি টহল দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ডাকাতরা পিছু হটলে সেখানে মইদুল ইসলাম রানা ও আলিম উদ্দীনের গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। র‌্যাব রাতেই তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ডাক্তার মৃত ঘোষনা করে। এছাড়া সেখান থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ১টি হাসুয়া উদ্ধার করেছে র‌্যাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top