সকল মেনু

এবার আগাম ব্যবস্থা নেয়ায় ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষয়ক্ষতি কম : প্রধানমন্ত্রী

হটনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগাম ব্যবস্থা নেয়ায় ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষয়ক্ষতি আশঙ্কার চেয়ে কম হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সরকারদলীয় সাংসদ মাহবুব উল আলম হানিফের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়ের খবর পেয়ে আমি অস্ট্রিয়ায় বসেই আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। আগাম ব্যবস্থা নেওয়ায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। তা ছাড়া ঝড়টি আঘাত হানার সময় সমুদ্রে ভাটা থাকায় যতটা ক্ষতির আশঙ্কা করেছিলাম তা হয়নি। তবে বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি আমরা রাজনৈতিক দল হিসেবে ব্যবস্থা নিচ্ছি। দল থেকে কয়েকটি টিম করে দিয়েছি। তারা ওইসব এলাকায় যাবে সাহায্য দেওয়ার পাশাপাশি সমস্যা জানার চেষ্টা করবে। যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে নিশ্চয়ই সেগুলো ঠিক করে দেওয়া হবে। খাদ্যের অভাব তাদের হবে না। সেই ব্যবস্থা আমরা করছি।’

নদী ভাঙন রোধ, হাওর ও উপকূলে বাঁধ নির্মাণ বিষয়ক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘নদী ভাঙন রোধের কাজ দ্রুত শেষ করতে হবে। কাজ শেষের আগে বর্ষা চলে এলে আবার নদী আবার ভাঙনের মুখোমুখি পড়বে। নদী ভাঙন রোধ ও বাঁধ নির্মাণে আরও উদ্যোগী হতে হবে। মন্ত্রণালয় যদি ঢিলে তালে চলে তাহলে কাজ হবে না।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার প্রশ্নোত্তরের প্রথম আধঘণ্টা প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top