সকল মেনু

ঘূর্ণিঝড় মোরা: এবার কক্সবাজারে খোলা হয়েছে ৫৩৮টি আশ্রয় কেন্দ্র

কক্সবাজার প্রতিনিধি : ‘ঘূর্ণিঝড় মোরা’ মোকাবেলায় কক্সবাজারে জেলা প্রশাসনের পক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। খোলা হয়েছে বিশেষ মনিটরিং সেল। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। উপকূলীয় এলাকায় ৫৩৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই সব আশ্রয় কেন্দ্রে ৫ লক্ষ লোক আশ্রয় নিতে পারবে। উপকূলীয় এলাকার লোকজনকে সন্ধ্যার আগে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য প্রশাসনের পক্ষে মাইকিং করা হচ্ছে।

ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় জেলা পরিষদের পক্ষে জরুরী সভার আয়োজন করা হয়েছে। জরুরী সভায় কক্সবাজারে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানিয়েছেন, মোরা মোকাবেলায় কক্সবাজারে জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। কক্সবাজারের উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে আনতে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসক আরো জানান, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে ৮৮ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত খাদ্য সামগ্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top