সকল মেনু

চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

 চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। ২৮ মে রবিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৩টি বুথে বিরতীহীনভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ৮ জন অভিভাবক সদস্য প্রার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে বিজয়ী মোঃ মাহবুবুর রহমান ৩৪৩ ভোট মোঃ মোতালেব হোসেন সরকার ৩১৩ ভোট সত্যেন্দ্র নাথ রায় ২৮৪ ভোট ও আজিজুল ইসলাম ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দাতা সদস্য পদে আমিনুর রহমান বাবু ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা অভিভাবক সদস্য পদে ও শিক্ষক প্রতিনিধি পদে কোন প্রতিদ্বন্দী না থাকায় অঞ্জুলী রানী রায় মহিলা অভিভাবক সদস্য সুভাষ চন্দ্র রায় ও হরলাল রায় শিক্ষক প্রতিনিধি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৩৪। এরমধ্যে ৫১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অপ্রীতির ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল ইসলাম। চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায় জানান, দীর্ঘ ২ বছর ধরে এডহক কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালিত হওয়ায় সঠিকভাবে সকল কার্যক্রম পরিচালিত করতে কিছু অসুবিধায় সৃষ্টি হতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top