সকল মেনু

ভাস্কর্য সরানোর বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ: আটক ৪

হটনিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বের করা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় লিটন নন্দীসহ চার জনকে আটক করেছে পুলিশ। এদিকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে আগামীকাল কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টার দিক থেকে এখানে জড়ো হয়ে প্রতিবাদে শামিল হন তাঁরা। সেখান থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার মুখে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ভোর চারটা পর্যন্ত ভাস্কর্য সরানোর কাজ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top