সকল মেনু

শ্রমিকদের কর্মক্ষেত্র যেন শান্তিপূর্ণ-নিরাপদ থাকে : প্রধানমন্ত্রী

হটনিউজ ডেস্ক: কর্মক্ষেত্র যেন শান্তিপূর্ণ ও নিরাপদ থাকে সে দিকটাও বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশি শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধিতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সে জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।
বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করা এটাই আ’লীগের নীতি, আর এটাই আমাদের লক্ষ্য। আর সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, সকল শ্রমিকের কল্যাণ ও সুরক্ষায় এবং তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা নিশ্চিত করেছি। এ জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করে দিয়েছি। বর্তমানের এ ফাউন্ডেশনের ২০০ কোটি টাকা তহবিল রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top