সকল মেনু

কুড়িগ্রামে অস্ট্রলিয়া ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত

2----8--2013 033ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রামঃকুড়িগ্রামের গ্রামীণ আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ড যৌথভাবে কাজ করবে বলে আশ্বাস দিয়েছে দু’দেশের রাষ্ট্রদুত। বৃহস্পতিবার কুড়িগ্রামের উলিপুর পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তারা এই আশ্বাস দেন। উলিপুর পৌরসভার মেয়র আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ ইউলকক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গেরবান ডি জং, জাপানে নিযুক্ত বাংলাদেশী সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলা তাজ, উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম প্রমূখ।

রাষ্ট্রদূতগণ উলিপুর পৌরসভার অবকাঠামো উন্নয়নসহ জেলার পিছিয়ে পড়া গরীব জনগোষ্টির আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও জানান।

পরে রাষ্ট্রদূতগণ কুড়িগ্রামের বিসিক শিল্প নগরীতে একটি মিনি গার্মেন্টস পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top