সকল মেনু

খাগড়াছড়িতে নাশপাতি চাষ হচ্ছে

image_6086220130731193836হটনিউজ২৪বিডি.কম,জেলা সংবাদদাতা,খাগড়াছড়ি, ১ আগস্ট : খাগড়াছড়ির রামগড় উপজেলা সদরের তৈচালাপাড়ায় বিজিবির ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের অফিস আঙ্গিনায় লাগানো দুটি নাশপাতি গাছে এবার প্রচুর ফলন হয়েছে।
ফলটির অধিক ফলনে পার্বত্য এলাকায় চাষাবাদের সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে কয়েক বছর আগে নাশপাতির চারা দুটি রোপণ করা হয়।
প্রতি বছরই গাছ দুটিতে ফুল ও অল্প সংখ্যক ফল ধরে। কিন্তু এ বছর প্রচুর ফল ধরেছে। ফলের ওজন ১৫০-২০০ গ্রাম। দুটি গাছে তিন শতাধিক নাশপাতি ধরেছে।
১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুল কালাম আজাদ জানান, কাঠ বিড়ালী কিছু ফল নষ্ট করেছে। পরে নেট দিয়ে গাছ দুটি ঢেকে দেয়া হয়েছে।
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, পার্বত্য চট্টগ্রামের মাটি ও আবহাওয়া বারি নাশপাতি-১ চাষাবাদের উপযোগী। এখানে সুস্বাদু এ বিদেশি ফলটির চাষাবাদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top