সকল মেনু

একই মঞ্চে দূরত্ব ভুলে মহিউদ্দিন-নাছির

চট্টগ্রাম প্রতিনিধি: দূরত্ব ভুলে একই সমাবেশে চট্টগ্রামের সাবেক ও বর্তমান মেয়রচিন্তাচেতনা ও কাজে মতভেদ থাকলেও অবশেষে দূরত্ব ভুলে একই অনুষ্ঠানে পাশাপাশি দাঁড়ালেন চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। দলীয় ঐক্যের কথা বলতে গিয়ে তারা পরস্পর করমর্দন করলেন, হাতে হাত ধরে দাঁড়ালেনও।
সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এই বিরল দৃশ্য দেখা যায়।
এ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী তার বক্তৃতায় বর্তমান মেয়র বলেন,‘যে কোনও বিষয়ে মতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক, তার মানে এই নয় যে আমাদের মধ্যে কোনও ধরনের বিবাদ বা শত্রুতা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি আমার আগে দেওয়া বক্তৃতাগুলোতে বিভিন্ন বিষয় তুলে ধরেছি। এসব নিয়ে পক্ষে-বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে। কিন্তু আমরা একই রাজনৈতিক দলের সদস্য। আমাদের মধ্যে পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। কিন্তু আমরা সব কিছুর পরও ঐক্যবদ্ধ হতে চাই।’
চট্টগ্রাম আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর পাশে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনএসময় দুই নেতার মধ্যে বিভেদ সৃষ্টির জন্য সাংবাদিকদের দায়ী করেন তিনি। মহিউদ্দিন বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা, আবেদন করব, আপনাদের লেখনীতে জাতির ঐক্য যেটা হচ্ছে, তাতে যেন ফাটল না হয়। গভীর আগ্রহ নিয়ে ফাটল ধরিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে আমাদের খাটো করার চেষ্টা করবেন না আল্লাহর ওয়াস্তে।’ তিনি আরও বলেন, ‘ভুল আমরা করতে পারি। সংশোধন করে দেবেন।’

এরপর তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘নাছির ভাই, ইক্কা আইয়ুন’ বলে আ জ ম নাছির উদ্দীনকে মঞ্চে আহ্বান করেন। সঙ্গে সঙ্গে এতে সাড়া দেন সিটি মেয়র। এরপর তারা হাত মেলান, কুশল বিনিময় করেন। এছাড়াও চট্টগ্রাম মহানগরের বিরাজমান সমস্যা মোকাবিলায় মেয়র নাছিরকে সব ধরনের সহযোগিতা করবেন বলে ঘোষণা দেন।
এরপর নাছির উদ্দীন তার বক্তৃতায় বয়োজ্যেষ্ঠ মহানগর নেতা মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে কাজ করবেন বলে ঘোষণা দেন।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়ে স্লোগান দিয়ে দলীয় সংহতির পক্ষে আওয়াজ তোলেন।
উল্লেখ্য, আলোচনা সভাকে ঘিরে নগরে টান টান উত্তেজনা এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছিল। কারণ, গত ১০ এপ্রিল লালদীঘি মাঠে নগরের হাউজহোল্ড ট্যাক্স (গৃহকর) আগের হারে বহাল রাখাসহ মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ‘খুনি’ বলে বক্তৃতা রেখেছিলেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী। এতে ক্ষুব্ধ হয়ে মহিউদ্দিনের বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে পাল্টা মন্তব্য করেছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নাছির উদ্দীন। এ ঘটনায় উভয়পক্ষে উত্তাপ ছড়িয়ে পড়ায় আজকের বৈঠকের আগে দলীয় নেতা-কর্মীদের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা ছিল। তবে দুই নেতার এমন মিলনে তাদের মধ্যে খুশির ঢল নামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top