সকল মেনু

আমাদের কাছে পানি আসবেই আটকে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

হটনিউজ ডেস্ক: ভারত সফরে তিস্তাচুক্তি না হলেও হতাশ নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং তিনি বলেছেন, ‘আমরা আছি ভাটিতে। আমাদের কাছে পানি আসবেই। কেউ আটকে রাখতে পারবে না।’ গণভবনে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আত্মবিশ্বাস ব্যক্ত করেন।
পানির জন্য নিজস্ব কিছু ড্রেসিং পদক্ষেপ নিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পানি দাও, পানি দাও করে চিৎকার করলে হবে না। পানি আসবেই, বৃষ্টি বেশি হলেতো পানি ছাড়তেই হবে। তখন সেটা আমাদের ধরে রাখতে হবে। খালি হাতে তো আসিনি। পানি চেয়েছিলাম, বিদ্যুৎ পেয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় এসে বলেছিলেন পানি দেবেন, আমার এবারের সফরেও তিনি পানি না দেওয়ার কথা কিন্তু বলেননি। তিনি আশেপাশের কিছু নদীকে মিলিয়ে যৌথসমীক্ষার কথা বলেছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুস্পষ্টভাবে বলেছেন, তিস্তাচুক্তি হবে। তিনি যখন বলেছেন, আমরা অপেক্ষা করতেই পারি।’

তিস্তাচুক্তি এড়িয়ে মমতার বিকল্প প্রস্তাব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমিও তাকে বিকল্প প্রস্তাব দিয়েছি। তোর্সা ও জলঢাকা নদী থেকে আমাদের পানি না দিয়ে তারাই বরং তা তিস্তায় নিয়ে যাক। তারপর সেখান থেকে আমাদের পানি দেওয়া হোক।’
প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিস্তার গজলডোবায় বাঁধ যখন করা হয়, তখন যারা আমাদের এখানে ক্ষমতায় ছিল, তাদের এ নিয়ে বক্তব্য থাকা উচিত ছিল। এ ব্যারেজের পরিকল্পনা ভারতের বহু আগে থেকে। আজ যারা চিৎকার করে গলা ফাটাচ্ছে, তারা টু শব্দ করেনি কেন তখন? আমরা আবার সেই নদীতেই ব্যারাজ বানিয়েছি। এর ফল আমরা এখন ভোগ করছি।’

এর আগে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুপ্রতীম ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষ তাৎপর্যময়।’ এছাড়া ভারতে বিভিন্ন বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনার বিষয়াদি উল্লেখ করে লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে তিনি জানান, এ সফরে ভারতের সঙ্গে ৩৫টি দলিল, ২৪টি সমঝোতা স্মারক ও ১১টি চুক্তি সম্পাদিত হয়েছে।

উল্লেখ্য, ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। আর ৮ এপ্রিল দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ দ্বিপাক্ষিক বৈঠকে মোট ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top