সকল মেনু

সরকারের গঠনমূলক সমালোচনা করুন-ড. হাছান মাহমুদ

hasan_1আছাদুজ্জামান, হটনিউজ :বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ।বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানান ।সাংবাদিকদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘শুধু সরকারের নেতিবাচক সমালোচনা না করে ইতিবাচক দিকগুলো তুলে ধরে গঠনমূলক সমালোচনা করুন।’সংবাদকর্মীদের ৮ম ওয়েজ বোর্ড সম্পর্কে মন্ত্রী বলেন, ‘৮ম ওয়েজ বোর্ডের জন্য সরকার কাজ করে যাচ্ছে। দ্রুত ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে বলে আস্বাস দেন।সাংবাদিকদের আবাসন সমস্যা দূর করতে খাস জমি শনাক্ত করে সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ে আবেদন করারও আহ্বান জানান তিনি।নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত সাড়ে চার বছরে বাংলাদেশের রপ্তানি আয় ১২ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।’ডিএসইসি’র সভাপতি এনায়েত ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাহান মিঞার সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে আসাদুজ্জামান খান এমপি, মোহাম্মদ ফজলুল আজিম এমপি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top