সকল মেনু

মিল্কি হত্যা মামলার ছয় আসামি সাত দিন রিমান্ডে

images (4)আদালত প্রতিবেদক:ঢাকার যুবলীগের দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন খান ওরফে মিল্কি হত্যা মামলার ছয় আসামিকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন নুরুজ্জামান, তুহিন রহমান ফাহিম, মো. জাহাঙ্গীর, রাশেদ সাইফুল, সুজন হাওলাদার ও সৈয়দ মোস্তফা আলী। ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম গতকাল বুধবার দুপুরে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাব্বির হোসেন আসামিদের আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা মিল্কি হত্যার সঙ্গে জড়িত আছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ হত্যাকা-র সঙ্গে আর যারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যে কারণে আসামিদের রিমান্ডে নেয়া প্রয়োজন। আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আসামির আইনজীবীরা আদালতকে বলেন,‘ আসামিরা ষড়যন্ত্রের শিকার। তারা যবুলীগ নেতা মিল্কি হত্যাকা-ের সঙ্গে জড়িত নন। রিমান্ড বাতিল করে তাদের জামিন দেয়া হোক।’ শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামিকে সাত দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন। এ ছাড়া মিল্কি হত্যা মামলায় গ্রেফতার যুবলীগের (ঢাকা দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ সিদ্দিকী অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি । গত সোমবার রাতে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন খান ওরফে মিল্কিকে গুলশানে শপার্স ওয়ার্ল্ডের সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।এ ঘটনায় নিহত মিল্কির ভাই মেজর রাশিদুল হক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top