সকল মেনু

‘রাজাকার’ বলায় বিচারপতি মানিককে আইনি নোটিশ

হটনিউজ ডেস্ক: টকশো-তে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ‘রাজাকার’ বলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (১৬ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিককে ওই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ‘গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজে নবনিতা চৌধুরীর সঞ্চালনায় টকশো ‘রাজকাহন’ অনুষ্ঠানে আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১৯৭১ সনে শান্তি কমিটির আত্মস্বীকৃত সদস্য, স্বাধীনতাবিরোধী এবং একজন রাজাকার বলে বক্তব্য দিয়েছেন। যা দেশ-বিদেশে কোটি কোটি দর্শক দেখেছেন। টকশোতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না, মাসুদ আহমেদ তালুকদার। আপনার বক্তব্য অনুযায়ী একটি সাংবিধানিক পদে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি যদি রাজাকার হয়ে থাকেন, তাহলে তা এই বিজয়ের মাসে ৩০ লাখ শহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে বিবেচিত হয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top