সকল মেনু

বিএনপির আয়-ব্যয়ের হিসাব

BNP-2020130731080137হটনিউজ২৪বিডি.কম,নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ৩১ জুলাই: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। 
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে আয়-ব্যয়ের এই হিসাব জমা দেন।
হিসাব অনুযায়ী, ২০১২ সালে দলটির আয় এক কোটি ৭৯ লাখ ১২ হাজার টাকা। ব্যয় দুই কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকা। ঘাটতি ব্যয় ৪৭ লাখ ৮১ হাজার টাকা।
বিএনপির আয়ের উৎস হিসেবে দলীয় সদস্যদের চাঁদা, নতুন সদস্য ফি ও অনুদানের কথা উল্লেখ রয়েছে। ব্যাংকে গচ্ছিত টাকা থেকে ঘাটতি ব্যয় পূরণ করা হয়েছে বলে আয়-ব্যয়ের হিসাবে দাবি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top