সকল মেনু

এবার প্রতারণার অভিযোগে টিভি কর্মকর্তা কারাগারে

হটনিউজ ডেস্ক: অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগে গ্রেফতার এসএ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার এ নির্দেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রওনক ওরফে মমিন নামে এক ব্যক্তির দায়ের করা মামলার ওয়ারেন্টের ভিত্তিতে ধানমণ্ডির বাসা থেকে জিনাত জেরিন আলতাফকে গ্রেফতার করে পুলিশ।শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। আদালতে জিনাত জেরিনের আইনজীবী জামিন শুনানির জন্য আবেদন করলে মহানগর হাকিম প্রণব কুমার আগামী রবিবার শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য,এসএ টিভির শুরু থেকে ওই প্রতিষ্ঠানে কর্মরত আছেন জিনাত জেরিন আলতাফ। এর আগে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করতেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top