সকল মেনু

শেখ হাসিনা নির্বাচনকে ঘিরে নেতাদের তিন নির্দেশ দিলেন

হটনিউজ ডেস্ক: পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে দলের সকল পর্যায়ের নেতাদের তিনটি কাজ করার বিশেষ নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিন কাজের মধ্যে রয়েছে, সর্বস্তরে দলীয় ঐক্য অটুট রাখা, নিজ নিজ এলাকায় সকল জনপ্রতিনিধিদের জনসম্পৃক্ততা আরও বাড়ানো এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে তুলে ধরা। আগামী নির্বাচন পর্যন্ত কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের  সকল নেতাকর্মীকে এই তিনটি কাজ অব্যাহত রাখতে গুরুত্বারোপ করেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

জানা গেছে, আওয়ামী লীগের সংসদীয় দলের সর্বশেষ  সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী,এমপি,অন্যান্য জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাদের এই তিন দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে নির্দেশ দিয়েছেন। ওই সভায় তিনি আরও বলেছেন, ‘শুধু উন্নয়ন দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া যাবে না। সবাইকে আরও  জনসম্পৃক্ত হতে হবে ও দলীয় ঐক্য অটুট রাখতে হবে। পাশাপাশি আমরা যে উন্নয়ন কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তা মানুষকে অবহিত করতে হবে। ’

জানা গেছে, ওই সভায় তিনি মন্ত্রী-এমপিদের প্রতি হঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘জনসম্পৃক্ত না থাকলে আগামীতে মনোনয়ন দেওয়া হবে না।’

এরপর থেকে এলাকামুখী হতে শুরু করেছেন দলের সর্বস্তরের জনপ্রতিনিধি ও দলীয় নেতারা। নিয়মিত নিজ নিজ সংসদীয় এলাকায় সপ্তাহে একদিন সময় দিচ্ছেন সংসদ সদস্যরা। এলাকায় সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছেন মনোনয়ন প্রত্যাশী দলের অন্য নেতারাও। পাশাপাশি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন এলাকায় দন্দ্ব-কোন্দলের সঙ্গে জড়িত নেতাদের ধানমণ্ডিতে সভাপতির কার্যালয়ে ডেকে এনে সমস্যা নিরসনে তাগাদা দিচ্ছেন। গত বুধবার প্রতিবেশীর বাড়ির সামনে দেওয়াল তুলে রাস্তা বন্ধ করার সঙ্গে জড়িত খুলনার এমপি নূরুল হককে ডেকে শাসিয়েছেন।

জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) সবাইকে আরও বেশি জনসম্পৃক্ত হতে, ঐক্য অটুট রাখতে ও উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন।’ তিনি বলেন, ‘নির্দেশনা অনুযায়ী সপ্তাহে দুই দিন নিজের এলাকায় থাকার চেষ্টা করি।’ আব্দুর রহমান  বলেন, ‘গত ১৫ দিনে নিজের এলাকায় অন্তত  ৫টি অনুষ্ঠানে অংশ নিয়েছি। সামনেও এলাকায় যাওয়া অব্যাহত থাকবে। ’

জানা গেছে, কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে শেখ হাসিনার নির্দেশনা সারাদেশে সরবরাহ করেছেন।  গত বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি চিঠি ইস্যু করেছেন বিভিন্ন জেলায়। চিঠিতে বলা হয়েছে, কেন্দ্র ছাড়া কোনও অধীনস্ত কমিটি কাউকে বহিষ্কার, অথবা কমিটি বিলুপ্ত করতে পারবে না। এ চিঠি দলের ঐক্য অটুট রাখায় প্রধানমন্ত্রীর নির্দেশনার একটি অংশ।

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে আওয়ামী লীগের এমপি-মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় তাদের যাতায়াত বাড়িয়েছেন। সপ্তাহে অন্তত এক/দুই দিন এলাকায় যাচ্ছেন প্রায় সকল মন্ত্রী-এমপি। শুধু তাই নয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। পাড়া-মহল্লায় বাজার-ঘাটে লোকজন নিয়ে চা-নাস্তাও করছেন এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই কার্যক্রমে অংশ নিচ্ছেন মনোনয়ন প্রত্যাশী দলের অন্য নেতারাও। তবে সংসদ অধিবেশন চলায় অনেক সংসদ সদস্য বৃহস্পতিবার এলাকার উদ্দেশ্যে যাত্রা করে শুক্রবার জুম্মার নামাজ পড়ে বিকালে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ  বলেন, ‘আগামী নির্বাচনকে মাথায় রেখে দলীয় সভাপতির কিছু নির্দেশনা রয়েছে। এরমধ্যে  উল্লেখযোগ্য হচ্ছে, নেতাদের জনসম্পৃক্ততা বাড়ানো ও ঐক্য অটুট রাখা।এসব নির্দেশনা বাস্তবায়নে কাজ চলছে।’ জাফরউল্যাহ বলেন, ‘আমি সপ্তাহে অন্তত এক/দুইদিন গ্রামে থাকার চেষ্টা করি। এলাকার লোকজনের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলি।’ তিনি বলেন, ‘আমার মতো অনেকেই এখন গ্রামমুখী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সবাইকে জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশ দিয়েছেন। ’

জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ব্যাপারে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top