সকল মেনু

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি শিগগিরই: মির্জা ফখরুল

 ভোলা প্রতিনিধি: গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তবে সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকতে হবে। জাতীয় নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন পরিচালনার জন্য প্রয়োজন একটি নির্বাচনকালীন সহায়ক সরকার। বিএনপি শিগগিরই এই সহায়ক সরকারের রূপরেখা দেবে।’ শনিবার ইসলামিক কমপ্লেক্স মাঠে (১৮ ফেব্রুয়ারি) ভোলা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায়। আমাদের আশা, সরকারও এতে সাড়া দেবে।’ আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন এমন একটি সহায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে যে সরকার নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহায়তা করবে। এই সরকারের রূপরেখা শিগগিরই আমরা দেব।’
উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখার অপচেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকেও রাজনীতি থেকে দূরে রাখার অপচেষ্টা করছেন কেউ কেউ। কিন্তু এ ধরনের কোনও অপচেষ্টা জনগণ মেনে নেবে না।’
একইসঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্বের কোথাও জনগণের ভোট ছাড়াই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের নজির নেই, যা বর্তমান সরকারের আছে।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ এক বিরাট কারাগারে পরিণত হয়েছে। আমরা এ কারাগার থেকে মুক্তি চাই । বাংলাদেশের মানুষ কোনও দিন স্বৈরাচারী শাসন বরদাশত করেনি, করবে না।’তিনি বলেন, ‘কোনও নীল নকশার নির্বাচন মঞ্চস্থ হতে দেওয়া যাবে না। নির্বাচন যদি অবাধ হয়, নিরপেক্ষ হয়, প্রত্যেকে যদি নিজের স্বাধীনতা নিয়ে ভোট দেওয়ার সুযোগ পায়, নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়, তবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নইলে কোনও নির্বাচন হবে না।’
এর আগে ভোলায় বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর জাতীয় ও স্থানীয় নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top