সকল মেনু

পাবনায় জমে উঠেছে ঈদবাজার

images (2)খাইরুল ইসলাম বাসিদ, পাবনা:পাবনায় ঈদের কেনাকাটা জমে উঠেছে পুরোদমে। শহরের সবক’টি বিপণিবিতানেই গভীর রাত পর্যন্ত ক্রেতার ভিড় চলছে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার ঈদ পোশাকের দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বলেন, প্রতি বছরই ঈদবাজারে বেশি দাম দিয়ে পোশাক কিনতে হয়। এবারও বেশি দামে কিনতে হয়েছে, তাই দাম একটু বেশি। তবে দাম ক্রেতার নাগালের মধ্যে রয়েছে।

পাবনা শহরের নিউ মার্কেট, খান বাহাদুর শপিংমল, নিউ পয়েন্ট, রবিউল মার্কেট, স্টার মার্কেট অ্যান্ড শপিংমল, হাজী মার্কেট, চাকী মার্কেট, হুমায়রা মার্কেট, এআর প্লাজা, আল আকসা মার্কেট, কিডস অ্যান্ড কেয়ার, এআর কর্নার, সেভেন স্টার মার্কেট, সেঞ্চুরি প্লাজা, বিভিন্ন বিপণিবিতানসহ শহরের আনাচে-কানাচে ছোট-বড় সব মার্কেটেই চলছে জমজমাট কেনাবেচা। প্রতিটি তৈরি পোশাকের দোকানে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি, কামিজ, থ্রিপিস, লেহেঙ্গা ও রঙবেরঙের জুতা, বার্মিজ স্যান্ডেলসহ শিশুদের পছন্দের পোশাক শোভা পাচ্ছে। ধনী-দরিদ্র সবার জন্যই এসব দোকানে কিছু না কিছু রয়েছে। শিশুদের নানারকম পোশাক সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফুটপাতের কাপড়ের দোকানগুলোতেও প্রচুর বেচাকেনা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top