সকল মেনু

কুড়িগ্রাম সীমান্তে ২৮ লাখ টাকার বাংলাদেশী সুখী বড়ি আটক

 কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়ারচর সীমান্ত এলাকা থেকে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের বাংলাদেশী সুখী বড়ি আটক করেছে বিজিবি। বুধবার ভোর রাতে পাখিউড়ারচর বিওপির জেসিও নায়েব সুবেদার মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে আর্ন্তজাতিক পিলার নং- ১০৩৯ এর ৮ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইরমারী নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে ২জন লোক পায়ে হেঁটে মাথায় বস্তা নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহলদল বাংলাদেশী ৩৭ হাজার ১শ পাতা বাংলাদেশী সুখী বড়ি আটক করে। জব্দকৃত সুখী বড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ৮২ হাজার ৫শত ৭০ টাকা।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল আহম্মেদ বলেন, ভারতে পাচারের উদ্দিশ্যে চোরাকারবারীরা এসব সুখী বড়ি সীমান্তের কাছে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত সুখী বড়ি কাষ্টমস অফিসে জমা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top