সকল মেনু

তরুণ লেখকদের বই আসছে আগামী ১০ ফেব্রুয়ারি

সাহিত্য ডেস্ক: ‘সম্প্রীতির জন্য সাহিত্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ লেখক পরিষদভুক্ত লেখকদের আত্মপ্রকাশ ঘটাতে ২০১৭ সালের মহান একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে লেখক পরিষদ । বাংলাদেশ তরুণ লেখক পরিষদ সম্পাদিত কাব্যগ্রন্থ ‘কাব্যগাঁথা’। বইটিতে রয়েছে ২০ জন তরুণ কবির কবিতা।  সাহিত্যিক জিনাত নাজিয়ার সম্পাদনায় যৌথ গল্পগ্রন্থ ‘গল্পে কথা’। বইটিতে রয়েছে ৩ জন লেখকের ছোটগল্প।  শিশুদের জন্য লেখা জিনাত নাজিয়া রচিত একক ছোটগল্প ‘টমির চন্দ্রযাত্রা’। বেলাল বাঙালি রচিত গবেষণাধর্মী প্রবন্ধ  ‘বিচিত্র বিভায় রবীন্দ্রনাথ’। তরুণ লেখক মোহাম্মদ সোহেল হোসেন এর সায়েন্স ফিকশন ‘ভালো থেকো’। এসমস্ত বই প্রকাশ করেছে তরফদার প্রকাশনী, জ্ঞান বিতরণী, অঙ্কুর প্রকাশনী ও জ্ঞান কোষ প্রকাশনী।  পাঠকদের হাতে বই তুলে দিতে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের ১০ তারিখে একুশে গ্রন্থমেলায় বই প্রদর্শন করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে ‘তরুণ লেখকদের আত্মপ্রকাশ শীর্ষক’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে “তরুণ লেখকদের স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বাংলাদেশ তরুণ লেখক পুরষ্কার ২০১৭ প্রদান, তরুণ লেখকদের অনুভূতি প্রকাশ, প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান”।  এ কর্মসূচি সফল করতে আগামী ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top