সকল মেনু

কেশবপুরে ডাকাতি ঠেকাতে গিয়ে পুলিশ আহত

মেহেদী হাসান,কেশবপুর (যশোর) থেকেঃ যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি সড়কে কাঠের  গুড়ি ফেলে ডাকাতি প্রচেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাতে গিয়ে পুলিশ ভ্যান উল্টে থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা কেশবপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।  ২৭ জানুয়ারী  ছিলো সাগরদাঁড়িতে সপ্তাব্যাপী মধুমেলার শেষ দিন। এ দিনে হাজার হাজার মানুষ সড়ক দিয়ে যাতায়াত করে আসছিলো। এ সুযোগে ডাকাতরা ডাকাতি করার উদ্দেশ্যে কাঠের গুড়ি ফেলে ডাকাতি করার প্রচেষ্ঠা নিচ্ছিল।
সহকারি পুলিশ সুপার  শেখ নাসের আহম্মেদ জানান,  শুক্রবার গভীর রাতে কেশবপুর সাগরদাঁড়ি সড়কের প্রতাপপুর নামকস্থানে সড়কে কাঠের গুড়ি ফেলে ডাকাতি প্রচেষ্টার  খবর পেয়ে তিনিসহ সঙ্গিয় ফোর্স নিয়ে পুলিশ ভ্যান যোগে  ঘটনাস্থলে পৌছে  গুড়ি সরিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা করেন এবং  দ্বিতীয় দফায়  পুলিশ  টহলে গেলে  সগরদাঁড়ি সড়কের চেšরাস্তা মোড়ে ঘন কুয়াশার কারনে পুলিশ ভ্যানটি  সড়কের পাশের খাদে উল্টে যায়। এ ঘটনায়  থানার ওসি সহিদুল ইসলাম সহিদসহ  ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলো  ওসি(তদন্ত) শেখ মাসুদুর রহমান, এস আই আকরাম হোসেন চৌধুরী, কনেষ্টেবল জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন ,তৌহিদুল ইসলাম ,আজাদ হোসেন, আল আমিন, মাহামুদুল  ইসলাম ও চালক মোজাফ্ফর হোসেন আহত হন। আহতরা ওই রাতে কেশবপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশের তাৎক্ষণিক অভিযানে ডাকাতি প্রচেষ্টা ব্যর্থ হয় বলে পুলিশ জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top