সকল মেনু

চিলমারীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন

ডাঃ জি,এম ক্যাপ্টেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম চিলমারী উপজেলা রমনা ইউনিয়ন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জোড়গাছ বাজারস্থ ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে উক্ত সম্মেলন উদ্ধোধন করেন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের কুড়িগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নুরুন্নবী সরকার । রমনা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকারের সভাপতিত্ত্বে চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক নুরন্নবী সরকার, চিলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান, চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো ঃ এস,এম নজরুল ইসলাম কমান্ডার, চিলমারী উপজেলা শাখা। কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মোঃ রেজউল করিম লেচু যুগ্মœ সাধারন সম্পাদকপ কুড়িগ্রাম জেলা শাখা মুক্তিযোদ্ধা সন্তান যগ্মœ সাধারন সম্পাদক মোঃ শহিদুজ্জামান রাসেল। সম্মেলনে রমনা ইউনিয়ন শাখা মোঃ শফিকুল ইসলামকে সভাপতি ও মোঃ এন্তাজ মিয়া কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট রমনা ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top