সকল মেনু

মংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

weathereমংলা প্রতিনিধি:উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করায় মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে বুধবার সকাল থেকে মংলাসহ আশপাশ সুন্দরবন উপকূলীয় এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ফলে বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদে থেকে চলাচল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top