সকল মেনু

নড়াইলে এলাকাবাসির আয়োজনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনু্িষ্ঠত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:  নড়াইলের বিছালী ইউনিয়নের চাকই মান্দারতলা ঘোড়ার দাড়িতে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়েছে। এলাকাবাসির আয়োজনে অনু্িষ্ঠত এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা হতে ৩০ টি ঘোড়া অংশ নেয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জানা যায় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল সদর উপজেলার বোড়ামারা গ্রামের সাইদুরের ঘোড়া, রানার আপ হয়েছে সাতক্ষীরার কলারোয়ার পরিতোষ এর ঘোড়া। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে আর্থিক পুরস্কার প্রদান করেন স্থানীয় বিছালী ইউপি চেয়ারম্যান এসএম আনিসুল ইসলাম। আয়োজক কমিটি’র সভাপতি আব্বাস বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আকতার হোসেন, সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ,এসময় গণমাধ্যমকর্মী, নড়াইল জেলা অনলাইন মিডিয়া কাবের সভাপতি উজ্জ্বল রায়,সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা¡ সোনার বাংলা’নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর শেখ, ডেইলি নড়াইল ২৪ এর ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা অনলাইন মিডিয়া ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমানসহ¡ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সএদস্য বৃন্দে, প্রমুখ। আয়োজক কমিটির সাধারন সম্পাদক গাজী হাফিজুর রহমান জানান, শুক্রবার বিকালে প্রায় ১শ’ বছর ধরে এলাকার কয়েকটি গ্রাম মিলে পৌষ মাসের শেষ দিন হতে এখানে মেলা বসে। এলাকার মানুষের মধ্যে প্রান ফিরিয়ে সমাজ গড়াই এ মেলার লক্ষ্য। ৪দিন ব্যাপী এই আনন্দ আয়োজনের প্রথম দিনেই ঘোড়দৌড় প্রতিযোগিতা হলো। এছাড়াও এ মেলায় থাকছে জারীগান,ভাবগান আর সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top