সকল মেনু

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় গবাদি পশু ও মাদকদ্রব্য আটক

unnamedডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় বিওপির নায়েক মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে বুধবার রাত ১টা ১০ মিনিটে মেইন পিলার ৯৮৮ এর ৩ এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ধলডাংগা নামক স্থান হতে অবৈধভাবে ভারতীয় ৯টি গরু বাংলাদেশে প্রবেশ করায় তা আটক করে। আটককৃত গরু ৯টির সিজার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।
অপরদিকে ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপির নায়েব সুবেদার মোঃ কোরবান আলরি নেতৃত্বে গাবতলা নামক স্থান হতে ৭টি গরু আটক করে বিজিবি টহল দল। আটককৃত গরু ৭টির সিজার মূল্য ৩ লাখ ৫ হাজার টাকা। সর্বমোট আটককৃত গবাদি পশুর সিজার মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা। unnamed
এছাড়াও ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির নায়েক মোঃ কাঞ্চন মোল্লার নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালায় বিজিবি টহল দল। এসময় মেইন পিলার ৯৪৫ এর ৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম অনন্তপুর নামক স্থান হতে ৯০ বোতল স্কাপ সিরাপ জব্দ করেছে। জব্দকৃত স্কাপ সিরাপের মূল্য ৩৬ হাজার টাকা।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন জব্দকৃত স্কাপ সিরাপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে এবং গবাদি পশু কাস্টমস এর প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top