সকল মেনু

বাণিজ্য মেলায় বিশেষ ছাড় নতুন বছর উপলক্ষ্যে ওয়ালটন

unnamedনিজস্ব প্রতিবেদক:  নতুন বছর এবং বাণিজ্যমেলা উপলক্ষ্যে সারা দেশে বিভিন্ন ধরণের হোম এ্যাপ্লায়েন্সের দাম কমালো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এছাড়া চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের মেগা প্যাভিলিয়নে আগত ক্রেতাদের জন্য হোম এ্যাপ্লায়েন্সের উপর পাঁচ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দাম কমানো হয়েছে ওয়ালটন ব্র্যান্ডের আয়রন, ওয়াশিং মেশিন, কফি মেকার, ইলেকট্রিক ও মাইক্রোওয়েব ওভেন, এয়ার ফ্রায়ার, হেয়ার স্ট্রেইটনার, ইলেকট্রিক প্রেসার কুকার, ইলেকট্রিক লাঞ্চ বক্সসহ প্রায় ২০টি হোম এ্যাপ্লায়েন্সের।
ওয়ালটন সূত্রমতে, সকল শ্রেণী পেশার গ্রাহকদের চাহিদা, রুচি ও ক্রয় সক্ষমতা অনুযায়ী অসংখ্য মডেল ও আকর্ষণীয় কালারের হোম এ্যাপ্লায়েন্সস বাজারে ছাড়া হয়েছে। দেখতে আকর্ষণীয়, মানে উন্নত, দামও তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় দেশব্যাপী ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্সের গ্রাহকপ্রিয়তা, চাহিদা ও বিক্রি ব্যাপক বেড়েছে। সেই সঙ্গে আনুপাতিক হারে কমেছে উৎপাদন খরচসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ও। এরসঙ্গে যুক্ত হয়েছে নতুন বছরের আমেজ। এই সার্বিক বিষয়গুলোই ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্সের মূল্য হ্রাসে সহায়ক ভূমিকা পালন করেছে।

unnamed
ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্স বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, নতুন বছর ও দেশের সর্ববৃহৎ বাণিজ্য মেলা উপলক্ষ্যে বিভিন্ন প্রকারের হোম এ্যাপ্লায়েন্সের দাম সর্বোচ্চ ৩’হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। পাশাপাশি, বাণিজ্য মেলায় ওয়ালটনের মেগা প্যাভিলিয়নে আগত ক্রেতা-দর্শণার্থীদের বাড়তি কিছু উপহার দিতে হোম এ্যাপ্লায়েন্সে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ বিশেষ ছাড়।
জানা গেছে, ওয়ালটন ব্র্যান্ডের ৮ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনের দাম আগের চেয়ে ৩ হাজার টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ২৭০০০ টাকায়। একই ধারণক্ষমতার আরেকটি মডেলের ওয়াশিং মেশিনের দাম ২৮’হাজার টাকা থেকে কমিয়ে ২৫,২০০ টাকায় নির্ধারণ করা হয়েছে। ৭ কেজি ধারনক্ষমতার ওয়াশিং মেশিনে দাম কমানো হয়েছে ২২৫০ টাকা; পাওয়া যাচ্ছে ২২,২৫০ টাকায়।
ওয়ালটন ব্র্যান্ডের মাইক্রোওয়েব ওভেনে মডেল ভেদে ৬০০ থেকে ২৬০০ টাকা পর্যন্ত দাম কমেছে। ২৫ লিটারের মাইক্রোওয়েব ওভেনের দাম ২৬০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকায়। পাশাপাশি, ২০ লিটারের দুটি মডেলের ওভেনে দাম ৬৪০ টাকা ও ১০০০ টাকা কমিয়ে এখন রাখা হচ্ছে যথাক্রমে ৯৩৫০ ও ৮৬৫০ টাকা। ২৫ লিটারের মাইক্রোওয়েব ওভেন আগের চেয়ে ১০০০ টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ১১৫০০ টাকায়।

unnamed
দাম কমেছে ওয়ালটনের ইলেকট্রিক ওভেনেরও। ২৮ লিটারের দুটি মডেলের ইলেকট্রিক ওভেনের দাম যথাক্রমে ২৫০ টাকা ও ৫৪০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪৯৫০ টাকা। দাম ৩০০ টাকা কমায় ২৩ লিটারের ওভেনের দাম এখন ৪৫৫০ টাকা।
ওয়ালটন ব্র্যান্ডের দুটি মডেলের এয়ার ফ্রায়ারের দাম আগের চেয়ে ৬০০ টাকা ও ৭০০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে যথাক্রমে ৬৯০০ টাকা ও ৬৫৫০ টাকায়। ইলেকট্রিক প্রেসার কুকার আগের চেয়ে ২০০ টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ২০৫০ টাকায়। হেয়ার স্ট্রেইটনারের দাম ১৫০ টাকা কমে এখন ৮৫০ টাকা। ওয়ালটনের ইলেকট্রিক লাঞ্চ বক্সের দাম ৬০ টাকা কমিয়ে ৫৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। কফি মেকারের দাম কমেছে ২৯০ টাকা। এখন পাওয়া যাচ্ছে ১৭০০ টাকা। কেক মেকারের দাম ১’হাজার টাকার পরিবর্তে করা হয়েছে ৯৫০ টাকা। স্যান্ডউইচ মেকারের দাম ১৩০ টাকা কমে পাওয়া যাচ্ছে ১৪২০ টাকায়। টোস্টার ১৩৫০ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ১২৭০ টাকায়।

unnamed
ওয়ালটন হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্স এর প্রোডাক্ট ম্যানেজার মোঃ মাশরুর হাসান বলেন, গত বছর সকল হোম এ্যাপ্লায়েন্সের চাহিদা ও বিক্রি বেড়েছে আশাতীত। এতে করে পণ্য প্রতি উৎপাদন খরচ ও আনুষঙ্গিক খরচও কমেছে। পাশাপাশি, নতুন বছর ও বাণিজ্য মেলা উপলক্ষ্যে গ্রাহকদের বিশেষ কিছু উপহার দিতে নতুন নতুন মডেলের পণ্য ছাড়ার পাশাপাশি কমানো হয়েছে দামও। এতে করে, ওয়ালটন ব্র্যান্ডের প্রতি গ্রহাকদের আকর্ষণ ও আস্থা আরো বাড়বে বলে মনে করছেন তিনি।
উল্লেখ্য, দেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন এ্যাপ্লায়েন্স খাতে একমাত্র ওয়ালটনেরই রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় উত্তম বিক্রয়োত্তর সেবা দিতে কাজ করছেন প্রায় আড়াই হাজার টেকনিশিয়ান ও প্রকৌশলী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top