সকল মেনু

দিনাজপুরে তায়কোয়ানডো ও কারাতে প্রদর্শন

SAMSUNG CAMERA PICTURES

মো. নুরুন্নবী বাবু দিনাজপুর থেকে: মঙ্গলবার দিনাজপুর জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন দিনাজপুরের আয়োজনে উন্নয়ন মেলা-২০১৭’র ২য় দিনে বিকাল ৩টায় জেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণে তায়কোয়ানডো ও কারাতে প্রদর্শন করেছে। জেলা ক্রীড়া সংস্থা’র  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেনের পরিচালনায় তায়কোয়ানডো প্রদর্শন করে কোচ বাবলী আকতার এবং কারাতে প্রদর্শন করে কোচ মাসুদুল ইসলাম মাসুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মোস্তাক আহমেদ। “উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” এই শ্লোগানকে সামনে রেখে উন্নয়ন মেলায় সরকারী কর্মকান্ডের ব্যাপক উন্নয়নের পাশাপাশি দিনাজপুরে ক্রীড়াঙ্গনও বিভিন্ন খেলার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন প্রশিক্ষণ, টুর্ণামেন্ট, প্রতিযোগীতার মাধ্যমে দিনাজপুর ক্রীড়াঙ্গনকে মুখোরিত করে আসছে। তারই ধারাবাহিকতায় তুলে ধরে গতকাল মঙ্গলবার জিলা স্কুলে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলায় তাদের প্রদর্শন শত শত দর্শককে অনুপ্রাণিত করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top