সকল মেনু

স্বাস্থ্য কর্মকর্তার বদলির দাবি

Kushtia_District_Map_Bangladesh-128কাঞ্চন কুমার,কুষ্টিয়া থেকে:কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল লতিফের বদলির দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও সাধারণ কর্মচারীসহ এলাকাবাসী কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে রাখে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২ ঘণ্টা ওই সড়কে উপজেলা কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে শত শত মানুষ সড়কের ওপর অবস্থান নেয়। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানায়, দুর্নীতির দায়ে ডা. আব্দুল লতিফকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। এ আদেশ চ্যালেঞ্জ করে তিনি কুষ্টিয়ার আদালতে রিট করলে তার বদলি স্থগিত হয়ে যায়। এতে ক্ষুব্ধ চিকিৎসক, নার্স ও সাধারণ কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়ে তার বদলির দাবিতে সড়ক অবরোধ করে। খবর পেয়ে দুই ঘণ্টা পর কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top