সকল মেনু

বছর শেষে শীর্ষে রইলো আর্জেন্টিনা

argentinasbnews24_52140খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : এ বছরটা ভালো কাটেনি লিওনেল মেসির আর্জেন্টিনার। কোপা আমেরিকার হতাশার পর বিশ্বকাপ বাছাই পর্বের হতাশা। তাস্বত্বেও বছর শেষে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা ধরেই রাখলো আর্জেন্টিনা। শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছে মেসি-হিগুয়েনদের দল।

আর্জেন্টিনার ঠিক পরেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফিফার র‌্যাংকিং দিলো এমন তথ্যই।

এদগার্দো বাউজার দল আর্জেন্টিনার সংগ্রহ ১৬৩৪ পয়েন্ট। ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিলের বর্তমান অবস্থানটাও থাকলো দুইয়ে। নেইমারদের সঞ্চয় ১৫৪৪ পয়েন্ট। ব্রাজিলের ঠিক পরেই অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের ঝুলিতে জমা আছে ১৪৩৩ পয়েন্ট। আর ১৪০৪ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির অবস্থান চতুর্থ। বেলজিয়াম রয়েছে পাঁচে। তাদের অর্জন ১৩৬৮। বাংলাদেশের অবস্থান ১৮৫তম স্থানে। পয়েন্ট সংখ্যা ৮১।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top