সকল মেনু

সাইফ-কারিনার ছেলের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক!

relation-with-robi-thakura_52071বিনোদন ॥ হটনিউজ২৪বিডি.কম : সেলেবদের ঘিরে কৌতুহল তো থাকবেই৷ বিশেষ করে তাদের ব্যক্তিগত জীবন যেন একটু বেশিই আকর্ষণ করে সবাইকে৷ আর সেই আগ্রহ যে একটা সময়ের পর বিব্রত করার পর্যায়ে পৌঁছে যায়, সে জ্ঞান যে স্বল্প মানুষেরই আছে তা বলাই বাহুল্য৷ এই যেমন সাইফিনা পুত্র তৈমুরের কথাই ধরুন৷

পুত্রের আগমনে যেখানে শুধু সেলিব্রেশন আর শুভেচ্ছার পালা ধারাবাহিকভাবে চলতে থাকবে, সেখানে এরই পাশাপাশি চলছে ছোটে নবাবের নাম নিয়ে ঘোর বিতর্ক৷ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বলাই যায়৷ সইফিনা অবশ্য এই বিষয় নিয়ে ‘স্পিকটি নট’৷ তবে তাঁদের হয়ে অনেকেই কিন্তু জবাব দিয়ে চলেছেন সমালোচকদের৷ এই যেমন ঋষি কাপুরের কথাই ধরুন৷ বর্ষীয়ান এই অভিনেতা ট্যুইটারে ভালোই অ্যাক্টিভ৷ আর এমন একটি বিষয়ে তিনি চুপ থাকতে পারেননি, তাঁর মতামত শেয়ার করেছেন স্পষ্টভাবেই৷ নীচে রইল সেই ট্যুইট-

karina-baby_52071_0
তবে গল্প তো এখনও বাকি৷ তর্ক-বিতর্ক-ট্রোল-গুঞ্জন এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তৈমুরের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কও সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে৷ কি অবাক হলেন? স্বৈরাচারী শাসক তৈমুর লঙ নন, এ হল ছোটে নবাব তৈমুর আলি খান পতৌদি৷ আর কবিগুরুর সঙ্গে তাঁর সম্পর্কটা কেমন জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের দাদুর ভাইপোর নাতির দৌহিত্রীর নাতি ‘তৈমুর’৷

স্পষ্ট হল না? তাহলে দেখে নিন নীচের বংশতালিকাটি…
কবিগুরুর ঠাকুরদা দ্বারকানাথের ভাই গিরীন্দ্রনাথের ছেলে ছিলেন গুণেন্দ্রনাথ। তাঁর ছেলে গগনেন্দ্রনাথের পুত্র ছিলেন কণকেন্দ্রনাথ। কণকেন্দ্রনাথের দৌহিত্রী হলেন শর্মিলা ঠাকুর(বেগম আয়েশা সুলতানা)। শর্মিলার নাতি এই ‘তৈমুর’। তৈমুর আলি খান পতৌদিকে নিয়ে গুঞ্জন যে এখনই থামবে না তা বেশ ভালোই বোঝা যাচ্ছে! সূত্র: কলকাতা২৪

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top