সকল মেনু

পুনর্বাসন থেকে ফিরেই স্বরূপে মুস্তাফিজ

mustafizabnews24_52061হটনিউজ২৪বিডি.কম : গত জুলাই মাসে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে অংশ নিতে গিয়ে চোটে আক্রান্ত হয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এ জন্য তাকে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল।

এর পর দীর্ঘদিন পুনর্বাসনে ছিলেন কাটার মাস্টার। এ কারণে ঘরের মাঠে আফগানিস্তান, ইংল্যান্ডের বিপক্ষে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারেননি তিনি।

অবশেষে পুনর্বাসন শেষে নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেছেন মুস্তাফিজ। দলে ফিরলেও কাটার-মাস্টারকে নিয়ে ঠিকই গুঞ্জন ছিল, নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ম্যাচগুলোতে খেলতে পারবেন কি না? কিংবা খেললেও আগের মতো অক্রমনাত্বক বল করতে পারবেন কি না?

সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ঠিকই মাঠে ফিরে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বল হাতে স্বরূপে দেখা গেছে মুস্তাফিজকে। সাত ওভার বল করে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ দলের হয়ে প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজই। স্বাগতিক দলটির ওপেনার রায়ান ডাফিকে দলীয় মাত্র ৬ রানের মাথায় উইকেটের পেছেনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানিয়ে তাকে আউট করেন কাটার-মাস্টার।

৩৬তম ওভারের শেষ বলে দলীয় ১৯৯ রানের মাথায় হেনরি বার্টনকে আউট করে নিজের ঝুলিটাকে আরো সমৃদ্ধ করেন বিষ্ময় বালক কাটার মাস্টার মুস্তাফিজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top