সকল মেনু

‘দোকানে নারীদের কাজে নিষেধাজ্ঞা নেই সৌদিতে’

saudi20161219163021-1আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : সৌদি আরবে চশমার দোকানে কাজের জন্য নারীদের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না; তবে এক্ষেত্রে চাকরির জন্য মৌলিক শর্ত পূরণ করতে হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা রোববার এ তথ্য জানিয়েছেন।

জেদ্দার বেসরকারি স্বাস্থ্য বিষয়ক দফতরের প্রধান মোহাম্মদ বাজবাইর বলেছেন, আইনে এ ধরনের কোনো নীতিমালা নেই যে, নারীরা অপটিক্যাল শপে কাজ করতে পারবে না; তবে চাকরির নিয়াগকর্তারা এমন পরিবেশ নিশ্চিত করবেন যেখানে শরীয়াহ আইনের ব্যত্যয় ঘটবে না।

তিনি বলেন, যদি স্বাস্থ্য দফতর দোকানে মিশ্র পরিবেশের অভিযোগ পায় তাহলে সেই দোকান অবশ্যই বন্ধ করতে হবে। হাসপাতালের ভেতরে স্বতন্ত্র লাইসেন্স ছাড়া কোনো অপটিক্যাল দোকান চালু করা হলেও তা বন্ধ করে দেয়া হবে।

হাসপাতালের ভেতরে যারা এ ধরনের দোকান পরিচালনা করেন তাদেরকে অবশ্যই সব ধরনের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

সূত্র : সৌদি গ্যাজেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top