সকল মেনু

৭০ হাজার টাকা জরিমানা

mobile court picজিএম ফাতিউল হাফিজ বাবু,জামালপুর:জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ মণ ফরমালিন মেশানো আম ধ্বংস ও দুটি বেকারী ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।৩০ জুলাই মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ।জানা গেছে,শহরের মালিবাগ এলাকার মাস্টার বেকারী ও নিলক্ষিয়া বাজারের আব্দুর রাজ্জাকের বেকারী ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির দায়ে যথাক্রমে ৫০ হাজার টাকা ও ২০ হাজার টাকা জরিমানা করে। এ ছাড়াও দুটি আমের দোকানে অভিযান চালিয়ে ৫ মণ ফরমালিন মেশানো আম জব্দ করে ধবংস করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top