সকল মেনু

স্যাটেলাইটে ধরা পড়ল দক্ষিণ চীন সাগরের গোপন ক্ষেপণাস্ত্র!

south-china-weponsabnews24_50712হটনিউজ২৪বিডি.কম : ক্ষিণ চীন সাগরে নির্মিত সাতটি কৃত্তিম দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন৷ মার্কিন স্যাটেলাইটে ধরা পড়েছে সেই চিত্র৷ যেখানে দেখা যাচ্ছে এই দ্বীপগুলিতে অ্যান্টি-এয়ারক্রাফট ও অ্যান্টি মিসাইল ক্ষেপণাস্ত্র বসিয়েছে চীনা সেনা৷এই স্যাটেলাইট চিত্র সামনে আসতেই দক্ষিণ চীন সাগরে একাধিপত্য কায়েমের অভিযোগ তুলে চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা৷তারা যে চীনের বাড়বাড়ন্তকে রেয়াদ করবে না তাও জানিয়েছে৷

গাভেন, হুগেজ, জনসন ও কার্টেরন প্রবাল প্রাচীরগুলিতে ক্ষেপণাস্ত্র বসিয়ে দক্ষিণ চীন সাগরে তাদের নিরাপত্তা মজবুত করার কাজ করছে চীন৷ এমনই জানিয়েছে দি এশিয়া মার্টিটাইম ট্রান্সপারেন্সি ইনিসিয়েটিভ৷এমনকি ফেরি ক্রস, সুবি ও মিসচিফ প্রবাল প্রাচীরেও এই ক্ষেপণাস্ত্র বসানোর কাজ চালাচ্ছে চীন৷ স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে ক্রুজ মিসাইলের হামলা প্রতিহত করতে গাভেন ও হুগেজ প্রবাল প্রাচীরে অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক বসানো হয়েছে৷ শত্রুকে টার্গেট করতে ব়্যাডার বসানো হয়েছে ফেরি ক্রস রিফে৷

স্যাটেলাইটে ধরা পড়ল দক্ষিণ চীন সাগরের গোপন ক্ষেপণাস্ত্র!
ডিরেক্টর গ্রেগ পোলিং জানিয়েছে, এই প্রথম জোরের সঙ্গে তারা বলতে পারেন যে সেখানে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেমই বসিয়েছে চীন৷ এমনকি তিনি অবাক হয়ে জানিয়েছেন যে তারা ভাবতেও পারেননি যে এত বড় মাপের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দক্ষিণ চীন সাগরে বসাতে পারে চীন৷ এক কথায় এই পুরো বিষয়টিকে সামরিকীকরণ বলে আখ্যা দিয়েছেন তিনি৷ তার কথায় এটাকে চীন নিরাপত্তার বিষয় বলতে চাইলেও আসলে তা নয়৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top