সকল মেনু

সুস্থ থাকার উপাদান হাতের কাছেই!

902cba25d56f108af1bf145025260053-58524ce299e34হটনিউজ২৪বিডি.কম : হাতের কাছে থাকা বিভিন্ন ভেষজ উপাদান দূর করতে পারে রোগবালাই। প্রাকৃতিক এসব উপাদানের নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া। যেমন নিমের রস, মধু ও গাজরের রসের পানীয় আপনাকে দূরে থাকতে পারে ৭ ধরনের রোগ থেকে! আধা কাপ গাজরের রস, ১ টেবিল চামচ নিমের রস ও ২ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন।

জেনে নিন এই পানীয় কীভাবে সুস্থ রাখবে আপনাকে-

শরীরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে নিম-গাজরের পানীয়।
অতিরিক্ত মেদ ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করে এটি।
অন্ত্রে থাকা ক্ষতিকর জীবাণু ও ক্রিমি দূর করে।
খাবার দ্রুত হজমে সাহায্য করে।
রক্তে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিকের ঝুঁকি কমায় নিমের পানীয়।
দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে এটি পান করতে পারেন প্রতিদিন।
পানীয়টি নিয়মিত পান করলে চোখ ভালো থাকে।
হৃদরোগের ঝুঁকি কমায় নিম-গাজর ও মধুর পানীয়।
তথ্য: বোল্ডস্কাই ম্যাগাজিন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top