সকল মেনু

বিএমএ’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

987e01f7387b79157ab1afef6de2a006-58513574479b2হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৭৪/এ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আজ বুধবার (১৪ ডিসেম্বর) বিএমএ’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিএমএ’র ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সিরাজুল ইসলাম শিকদার প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ২৭ জন ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে দু’জন নারী।

এর আগে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট বিএমএ’র বেলম্যান হ্যাঙ্গারে এসে পৌঁছালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল আবু সাঈদ মোহাম্মদ বাকির তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএমএ ও চট্টগ্রাম অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top