সকল মেনু

শিগগিরই সরকারি কোম্পানির শেয়ার বাজারে ছাড়া হবে: অর্থমন্ত্রী

118dbbad44cfd869eea8af43edb4aad4হটনিউজ২৪বিডি.কম : শিগগিরই ২৬টি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘পুঁজিবাজার সংস্কারের সময় সরকারি কোম্পানির শেয়ার বাজারে চাড়া সম্ভব হয়নি। তবে সম্প্রতি আমরা একটা বৈঠক করেছি, কাগজপত্র তৈরি হচ্ছে। শিগগিরই কোম্পানির শেয়ারগুলো বাজারে ছাড়া হবে।’

বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। ডিবিএ’র সভাপতি আহমেদ রশিদ লালীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ডিবিএ’র সহ-সভাপতি মোশতাক আহমেদ সাদেক, খুজিস্তা নূর-ই-নেহরিনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বৈঠকে আহমেদ রশিদ লালী একটি নেগেটিভ ইক্যুইটি ফান্ড গঠনের দাবি জানান।

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ জন্য সরাসররি কোনও টাকা দেওয়া হবে না।’

পরে আহমেদ রশিদ লালী পুঁজিবাজারে বন্ড ছেড়ে টাকা সংগ্রহের প্রস্তাব দিলে অর্থমন্ত্রী বলেন, ‘পরে এসব বিষয়ে আলোচনা করা হবে।’

এছাড়াও আহমেদ রশিদ লালী প্রথমবারের মতো ২০ জন সফল ব্রোকার ও ২০ জন ইস্যুয়ারকে সম্মাননা দেওয়া হবে বলে জানান। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা একটা ভালো উদ্যোগ। এতে বিনিয়োগকারীদের মাঝে আস্থা বাড়বে এবং কোম্পানি সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে ভালো ধারণা জন্মাবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top