সকল মেনু

কষ্টি পাথরের কালী মূর্তি চুরি

Harun-Night-bngg20120504060038মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে:নাটোরে কোটি টাকা মূল্যের প্রায় এক হাজার বছরের প্রাচীন কষ্টি পাথরের তৈরি কালী মূর্তি চুরি হয়েছে। জেলার সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের মৈত্রবাড়ী দূর্গা মন্দিরে থাকা কষ্টি পাথরের প্রায় পাঁচ মণ ওজনের আড়াই ফুট উচ্চতার কালি মূর্তিটি সোমবার রাতে চুরি হয়েছে। গৃহকর্তা অ্যাডভোকেট অরুণ কুমার মৈত্র জানান, তিনি মৈত্র বংশের আটান্নতম পুরুষ। গত প্রায় এক হাজার বছর ধরে তাদের পূর্ব পুরুষেরা পারিবারিকভাবে নিজস্ব মৈত্র বাড়ি দূর্গা মন্দিরে কষ্টি পাথরের এই বিরল কালি মূর্তিটির পূজা-অর্চনা করে আসছেন। অরুণ মৈত্র জানান, সোমবার ভোর রাতে বাড়ির পাইট-চাকররা বাড়ির মূল দরজা বন্ধ থাকার পর মন্দিরের দরজাটি ভাঙ্গা দেখতে পেয়ে মন্দিরের কাছে গিয়ে বেদিতে কালি মূর্তিটি না দেখে বাড়ির গৃহকর্তাদের জানান। এঘটনায় তার ছোট ভাইয়ের স্ত্রী অ্যাডভোকেট মানষী ভট্যাচার্য্য মঙ্গলবার সিংড়া থানায় মূর্তি চুরির ব্যাপারে একটি মামলা করেছেন। মামলাটি গ্রহনের পর পুলিশ ইটালী ঘটনাস্থলে তদন্তে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top