সকল মেনু

স্বর্ণের দাম এক সপ্তাহে আউন্সে ১৭ ডলার কমেছে

gold_abnews24_50426হটনিউজ২৪বিডি.কম : আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম কমছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই ধাতু দুটির বাজারে নিম্নমুখী প্রবণতা সৃষ্টি হয়েছে। ট্রাম্পের জয়ের পর এ নিয়ে টানা পাঁচ সপ্তাহ কমেছে স্বর্ণের দাম।

সর্বশেষ সপ্তাহে (৯ ডিসেম্বর সমাপ্ত) স্বর্ণের দাম আউন্সে ১৭ ডলার কমেছে। বর্তমানে বিশ্ববাজারে আউন্সপ্রতি পণ্যটি ১ হাজার ১৫৯ ডলারের কাছাকাছি দরে বিক্রি হচ্ছে। গত শুক্রবার পণ্যটি বিক্রি হয়েছিল ১ হাজার ১৬২ ডলারে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ। অন্যদিকে সর্বশেষ সপ্তাহে রুপার দামেও নাজুক অবস্থা বিরাজ করেছে।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর ডলার শক্তিশালী হওয়া শুরু করে। এর ধারাবাহিকতায় স্বর্ণের দাম কমতে থাকে। ডলারে চাঙ্গা অবস্থা বিরাজ করায় বিনিয়োগকারীরা পুঁজিবাজার ও বন্ডে বিনিয়োগ বাড়াচ্ছেন। এ কারণে অপেক্ষাকৃত নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বীকৃত স্বর্ণের বাজার থেকে দূরে সরে যাচ্ছেন তারা। স্বর্ণের এক্সচেঞ্জগুলোয় ব্যবসায়ীদের মধ্যে বিক্রয়প্রবণতাও বেড়েছে লক্ষণীয় হারে।

স্বর্ণের বাজার থেকে যে সময় ব্যবসায়ীরা মুখ ফেরাতে শুরু করেছেন, ঠিক সে সময়েই ফেডারেল রিজার্ভ (ফেড) বৈঠকে বসতে যাচ্ছে। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় এ বৈঠকে সুহদার বাড়ানো হতে পারে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস ধরে। যদি ফেড সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে মূল্যবান ধাতুটির বাজার আরো চাপের মুখে পড়বে।

এদিকে এক টুইট বার্তায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ১৫ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন তিনি। এর আগের দিন ফেডের বৈঠক হওয়ার কথা রয়েছে। ফেডের বৈঠকের ঠিক একদিন পরই ট্রাম্পের সংবাদ সম্মেলনটি ডলারের অবস্থানকে আরো চাঙ্গা করে তুলতে পারে বলে ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেছেন। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, স্বর্ণের দাম সামনের দিনগুলোয় আরো কমবে।
চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে (২৯ সেপ্টেম্বর) কোমেক্সে ভবিষ্যত্ সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ৩২৩ ডলার ৭০ সেন্টে। ২৬ সেপ্টেম্বর পণ্যটির দাম ছিল প্রতি আউন্স ১ হাজার ৩৪৪ ডলার ১০ সেন্ট। এ হিসাবে দুই মাসের ব্যবধানে আউন্সপ্রতি স্বর্ণের দাম কমেছে ১৮৫ ডলারের বেশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top