সকল মেনু

নির্বাচনের পরই বোঝা যাবে জনগণের সমর্থন কার দিকে: হানিফ

d01a6792ea052b8f992b3f2feada482e-1হটনিউজ২৪বিডি.কম : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘মানুষের ভবিষ্যৎ নির্বাচনের মধ্যে আটকে থাকতে পারে না। নারায়ণগঞ্জ নির্বাচন একটি স্থানীয় নির্বাচন। এ নির্বাচন থেকে দেশের ভবিষ্যত পরিবর্তন হাওয়ার রয়েছে এটা কোনও যুক্তিসঙ্গত কথা নয়। এ নির্বাচনের জনগণ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে। নির্বাচনের পরই বুঝতে পারবে জনগণের সমর্থন কার দিকে আছে।’

রবিবার কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

হানিফ বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগে কোনও দ্বন্দ্ব নেই। সবাইকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা এখন ঐক্যবদ্ধ। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভীর বিজয় সুনিশ্চিত।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি সেনা মোতায়েনের কথা বলছে। বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উপনিত করেছেন শেখ হাসিনা। তিনি মানুষের মনের মধ্যে নতুন করে আশার আলো সৃষ্টি করেছে।

হানিফ বলেন, ‘অন্যান্য জেলার থেকে কুষ্টিয়ার সাংবাদিকরা পেশাগত দায়িত্ব ও সাংবাদিকতায় অনেক এগিয়ে রয়েছে। কুষ্টিয়ার সাংবাদিকরা ঢাকায় কর্মরত প্রথম শ্রেণির সাংবাদিকদের সমপর্যায়ে। এটা আমাদের গর্ব। সাংবাদিকদের মধ্যে যে বিভেদ রয়েছে তা ভুলে গিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কুষ্টিয়া কেন উন্নয়নের পিছিয়ে থাকবে। আপনাদের সহযোগিতায় কুষ্টিয়াকে উন্নয়নের শহর হিসেবে গড়ে তোলো হবে।’

কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি ও বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রতনসহ অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top