সকল মেনু

বিজয় দিবস নিয়ে কলকাতার তারা মিউজিকে গান

4ac5b084d001789dd05e1b3e57c70700-584d68399c20dবিনোদন ॥ হটনিউজ২৪বিডি.কম : বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কলকাতার ‘তারা মিউজিক’ টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। ‘আজ সকালের আমন্ত্রণে’ নামের এ অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের তিন তরুণ শিল্পী-শিক্ষার্থী।

পরাগ চক্রবর্ত্তী, সংগীতা মালো, ও পুনম মিত্র- তিনজনই কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীত নিয়ে পড়ছেন। তাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে এখানে।

অনুষ্ঠানটি সাজানো হয়েছে দেশের গান দিয়ে। তারা সমবেত সংগীতের পাশাপাশি দুইটি করে একক গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি সারসরি সম্প্রচার করা হবে ১২ ডিসেম্বর (আগামীকাল) বাংলাদেশ সময় সকাল ৮টায়।

পরাগ চক্রবর্ত্তী বলেন, ‘আমাদের দেশাত্মবোধক ও বিজয়ের গানগুলো অনেক শক্তিশালী। আর দেশের বাইরে দেশের গান করতে পারার আনন্দটা সত্যিই অন্যরমকম। এখানকার শ্রোতারা জানে বাংলা গানের ঐতিহ্য। অনুষ্ঠানে বিজয়ের গানই প্রাধান্য পাবে।’

‘আজ সকালের আমন্ত্রণে’ পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয় একট অনুষ্ঠান। এদেশের অনেক গুণী শিল্পী এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top