সকল মেনু

তৈরি হয়েই নিউজিল্যান্ডের মাঠে নামবেন মিরাজ

382b0fa622720cca23ef2f8f16ac962e-584d217363811খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : বল হাতে সফল হলেও ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারছেন না মিরাজ। বিষয়টি নিয়ে নিজেও খানিকটা দুশ্চিন্তায়।

বিপিএল শেষ হওয়ার একদিনের মধ্যেই বিমানে চাপতে হয়েছে ক্রিকেটারদের। শনিবার রাতে মাশরাফির নেতৃত্বে যে দলটি সিডনিগামী বিমানে চেপেছে, সেই বহরে ছিলেন মেহেদী হাসান মিরাজ।

ইংলিশ বধের নায়ক হয়েই চার ছ্ক্কার ধুমধারাক্কা ক্রিকেটে নাম লিখিয়েছিলেন মিরাজ, এবারই প্রথম খেলেছেন বিপিএল। প্রথম অভিষেকেই রানার্সআপ দলের গর্বিত সদস্য তিনি। রাজশাহী কিংসে ড্যারেন স্যামির নেতৃত্বে খেলেছেন বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার। একই দলে খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে ৩১টি টেস্ট খেলা জেমস ফ্যাঙ্কলিন। নিউজিল্যান্ড সফর সামনে রেখে সুযোগটা লুফে নিতে ভোলেননি মিরাজ।

তো সেই সুযোগটা কী! নিউজিল্যান্ডের কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়েছেন মিরাজ, ‘তার (ফ্র্যাঙ্কলিন) কাছ থেকে অনেক খবর নিয়েছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে কিভাবে খেললে ভালো ‍কিছু করতে পারব শোনার চেষ্টা করেছি। ফ্র্যাঙ্কলিন আমাকে সব রকম সহযোগিতা করেছে। পরামর্শ দিয়েছে। ওই কন্ডিশনে কীভাবে মানিয়ে নেওয়া যাবে সেটাও শিখিয়েছে।’

অবশ্য এখানেই থেমে থাকতে চান না মিরাজ। অস্ট্রেলিয়ায় গিয়ে কোচ ও সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করে নিজেকে তৈরি করবেন বলেছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার, ‘আমাদের দলের কোচ আছেন। সিনিয়র ক্রিকেটাররা আছেন। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের সঙ্গেও সবসময় আলোচনা করব। আশা করি নিজেকে পুরোপুরিভাবে তৈরি করতে পারব।’

বল হাতে সফল হলেও ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারছেন না মিরাজ। বিষয়টি নিয়ে নিজেও খানিকটা দুশ্চিন্তায়। এমনটি জানালেন তরুণ এই অলরাউন্ডার, ‘যখন রান পাই না, আামার নিজের কাছেই খারাপ লাগে। যখন রান করি তখন খুব আত্মবিশ্বাসী মনে হয়। সবাই আমার বোলিং দেখেছে। আশা করি ব্যাটিংটাও দেখাতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ব্যাটিং-বোলিং দুটোই খুব উপভোগ করি। দুটোতেই গুরুত্ব সমানভাবে দেই। চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top