সকল মেনু

কোরআন তিলাওয়াতে বিশ্বসেরা বাংলাদেশের সাকিব

image_2752.sakib20130729203609হটনিউজ২৪বিডি.কম,ডেস্ক রিপোর্ট,ঢাকা, ৩০ জুলাই : সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য সেরা পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশি কিশোর নাজমুল সাকিব।
দুবাইয়ে আন্তর্জাতিক এ কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১৩ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এই পুরস্কার অর্জন করেছে ১২ বছর বয়সী সাকিব।

১৭তম `দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ড` প্রতিযোগিতার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় গতকাল সোমবার।
পুরস্কার হিসেবে নাজমুল পেয়েছে পাঁচ হাজার দিরহাম (প্রায় এক লাখ টাকা)। এ ছাড়া এ বছর সেরা ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে ভারতের ড. জাকির নায়েককে ১০ লাখ দিরহাম পুরস্কার দেওয়া হচ্ছে। ইসলাম ধর্মবিষয়ক গবেষণা ও বক্তৃতায় গত দুই দশকে খ্যাতি অর্জন করেছেন ড. জাকির নায়েক।

প্রসঙ্গত, দুবাইয়ের আয়োজক কর্তৃপক্ষ বছরব্যাপী কোরআনবিষয়ক নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করে। সবচেয়ে সুমধুর কণ্ঠস্বর প্রতিযোগিতা এমনই একটি প্রতিযোগিতা। কয়েক বছর আগে কর্তৃপক্ষ এই ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন শুরু করে। এ বছর এ শাখায় নাজমুল সাকিব প্রথম হয়েছে। সুন্দর কণ্ঠ, সঠিক উচ্চারণ, স্বরের ওঠানামা প্রভৃতি বিষয় বিবেচনায় বিচারকরা তাকে সেরা হিসেবে নির্বাচন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top