সকল মেনু

আইভী যে নৌকার মাঝি তার একটি বৈঠা আমার হাতে: শামীম ওসমান

845cca68e5bb79adcb832edd6b02329b-584a93d75ca0bহটনিউজ২৪বিডি.কম : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে ‘যোগ্য প্রার্থী’ মনে করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, ‘আমি মনে করি আইভী নৌকার যোগ্য প্রার্থী। তার বিজয় সুনিশ্চিত। তার যোগ্যতা নিয়ে আমাদের কখনও দ্বিমত ছিল না।’

শুক্রবার বিকালে খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক’ এ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘পত্রিকাতে দেখেছি, দুদিন আগে শহরের চাষাঢ়া শহীদ মিনারে ও গতকাল অপর এক স্থানে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন-আইভীর নৌকা ডুবে যাবে, আবার কখনও বলেছেন আইভী ভাঙা নৌকাতে উঠেছেন। এটা খুব দুঃখজনক। তারা হয়তো ভুলে গেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। বিএনপির নেতারা হয়তো এও ভুলে গেছেন আইভী যে নৌকার মাঝি সে নৌকার একটি বৈঠা আমার হাতেও আছে। সুতরাং সে নৌকা ডুববে না।’

শামীম ওসমান আরও বলেন, ‘তিন বছর আগে যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ পুড়িয়ে মেরেছে, তাদেরকে মানুষ ভোট দেবে না। ধান এখন খড়কুটা হয়ে গেছে। বিএনপি এখন গণবিচ্ছিন্ন একটি দল।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল শনিবার থেকে আমার নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাইবে। আইভীর বিজয় সুনিশ্চিত করা আমাদের পক্ষ থেকে হবে আইভীর জন্য সারপ্রাইজ। আর এ বিজয় সুনিশ্চিত।’

শামীম ওসমানের বাবা প্রয়াত ভাষাসৈনিক একেএম সামসুজ্জোহাকে নিয়ে আইভীর বিরূপ মন্তব্য প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘আমি বিশ্বাস করি ও মনে করি আইভী এ ধরনের কোনও কথা বলেনি। হয়তো কেন্দ্রীয় কোনও নেতা প্রার্থীর ক্ষতি করতেই এ ধরনের কথার প্রচারণা চালিয়েছে।’

এসময় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top