সকল মেনু

মায়ের আসনে প্রার্থী হবেন জয়

image_37555_020130729193355হটনিউজ২৪বিডি.কম,জেলা সংবাদদাতা,রংপুর, ৩০ জুলাই : মায়ের আসনে এবার প্রার্থী হবেন সজীব ওয়াজেদ জয়। এমন সবুজ সংকেত দিয়েছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নেতারা এ ইঙ্গিত দেন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে নির্বাচিত হন। এ আসনটি মূলত প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি এলাকা।
প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়া পীরগঞ্জের বাসিন্দা।

মতবিনিময় সভায় রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, ‘আগামী ৩১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জনসভা সফল করতে জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে পতাকা উড়ানো গাড়িতে শুধু রাজাকার দেখা যাবে। আওয়ামী লীগ এদেশের যে উন্নয়ন করেছে বিগত চার দলীয় জোট সরকার তা করেনি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন যে কেউ চাইলে পায় না। কিন্তু আমরা চাই, এ অঞ্চলের মানুষ চায়, সারাদেশের মানুষ চায় জয় নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেটি রংপুর-৬ আসন থেকে।’

অপর এক প্রশ্নের জন্য তিনি বলেন, ‘জয় ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। অবশ্যই তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন।’

সভায় উপস্থিত ছিলেন- রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, আওয়ামী লীগ নেত্রী রোজি রহমানসহ ১৪ দলীয় জোটের জেলা শীর্ষ নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top