সকল মেনু

যে কোনো এয়ারলাইন্সে যেতে পারবেন হজযাত্রীরা: হাইকোর্ট

High Court220130729133211হটনিউজ২৪বিডি.কম,নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ২৯ জুলাই: কোনো এয়ারলাইন্সের ফ্লাইটে করে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার অনুমতি দিয়েছেন হাই কোর্ট।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ সোমবার এই আদেশ দেন।আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক।সঙ্গে ছিলেন হাফিজুল আলম। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান শুনানি করেন।গত ২৪ এপ্রিল সরকারের হজ সংক্রান্ত এক সভার সিদ্ধান্তে বলা হয়, ২০১৩ সালে কেবল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইনের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে।ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হজযাত্রী রেজাউল ইসলাম, আল মাহমুদ ট্রাভেলসের স্বত্ত্বাধীকারী আব্দুল কবির খান ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাধারণ সম্পাদক গত সপ্তাহে এই রিট আবেদন করেন।সরকারের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত।বাংলাদেশ সরকার, ধর্ম সচিব ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিবকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।রিট আবেদনে বলা হয়, কেবল দুটি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহনের সিদ্ধান্ত ‘কম্পিটিশন অ্যাক্ট-২০১২’ এর বিরোধী। কেবল দুটি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন করলে টিকেট পেতে তাদের ওই দুটি বিমান সংস্থার ওপর নির্ভর করতে হয়। এ ধরনের ‘মনোপলি’ সৃষ্টি করার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ২১ অক্টোবর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top