সকল মেনু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

bitamin-aabn_49535হটনিউজ২৪বিডি.কম : আগামী ১০ ডিসেম্বর সারাদেশে পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর আওতায় দুই কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষাধিক কেন্দ্রে ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ৬-১১ মাস বয়সী ২৩ লাখ এবং ১২-৫৯ মাস বয়সী এক কোটি ২৭ লাখ শিশুকে ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী জোর করে বা কান্নারত অবস্থায় ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেন। আর অসুস্থ শিশুদের ক্যাপসুল না খাওয়াতে নিরুৎসাহিত করা হয়। ক্যাম্পেইনের আওতায় শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোসহ অন্যান্য পুষ্টি বার্তা প্রচার করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

৬-১১ মাস বয়সী শিশুদের একটিও যেন ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেজন্য মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক সবার সহযোগিতায় এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিনজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় ছাড়াও অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top